Linkedin Tutorial Banagla



সোশ্যাল মিডিয়া! সমগ্র পৃথিবী জুড়ে আধুনিকতার ছোঁয়া এনে দিতে সবছেয়ে বেশি সাহায্য করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি। বর্তমানে আমারা দিনে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা সময় ব্যায় করে থাকি সোশাল মিডিয়া ব্রাউজ করে। কেউ কেউ আবার দিনে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা ফেসবুকে পোস্ট দেখে এবং ম্যাসেঞ্জারে চ্যাট করেই কাটিয়ে দেই।

আমরা যে সময়টা ফেসবুকে কাটাচ্ছি সেই সময়টাকে যদি আমরা কাজে লাগিয়ে লিঙ্কডিন এ প্রফেশনাল ভাবে কানেকশন তৈরি করতে পারি তাহলে সেটা আপনার ব্যাবসায় সম্প্রসারনে বা আপনার ক্যারিয়ার গড়তে সাহায্য করতে পারে। এখন আপনার মনে প্রশ্ন হতেই পারে যে এটা কিভাবে? তাহলে শুনুন, লিঙ্কডিন হচ্ছে একমাত্র সোশাল মিডিয়া যেখানে আপনি প্রায় ৩০ হাজার কানেকশন বিল্ডআপ করে আপনার বিসনেস এর মার্কেটিং করতে পারেন ফ্রিতে।

এছাড়াও লিঙ্কডিন এ বিভিন্ন কোম্পানি তাদের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেওয়ার জন্য চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে। এ জন্য আপনি লিঙ্কডিনের মাধ্যমে ঘরে বসেই উক্ত কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারেন।

তাই আপনাদের সুবিধার্থে zHost Bangladesh এর পক্ষ থেকে লিঙ্কডিনে প্রোফেশনাল ভাবে প্রোফাইল তৈরি করা থেকে লিঙ্কডিন কোম্পানি পেইজ তৈরি করা পর্যন্ত একটি টিওটোরিয়াল কোর্স তৈরি করা হয়েছে। কোর্সটি সম্পূর্ণ ফ্রী। নিচে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখেনিতে পারেন। এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি যে সময়টা ব্যায় করে কোর্সটি দেখবেন আপনার সেই সময়টা অন্ততপক্ষে অপচয় হবেনা।

https://www.youtube.com/watch?v=RuhAsASHptM&list=PL6ugUoqTybBFLQTyr-A3XDlywqO2ZXgRR


Comments